সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে ঠাকুরগাঁওয়ে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৫ জুলাই) সকাল ১১টার দিকে জেলা আওয়ামী লীগের উদ্যোগে ঠাকুরগাঁও শহরের টাঙ্গন নদীর তীরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের এমপি সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন।
এমপি রমেশ চন্দ্র সেন বলেন, পৃথিবীকে বাঁচাতে হলে গাছের কোনো বিকল্প নেই। তাই ঠাকুরগাঁও জেলাসহ পুরো বাংলাদেশে বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নিয়েছে আওয়ামী লীগ। আসুন পৃথিবীকে বাঁচাতে সকলে মিলে বৃক্ষরোপণ করি।
এসময় ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সহ-সভাপতি মাহবুবুর রহমান খোকন, দপ্তর সম্পাদক অ্যাড. নাসিরুল ইসলাম, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারুল ইসলাম সরকার, ঠাকুরগাঁও পৌর আওয়ামী লীগের সভাপতি ইকরামুল হক একরাম, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবুসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায় বলেন, আওয়ামী লীগের ৭৫তম প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে দলীয় নির্দেশনা অনুযায়ী ঠাকুরগাঁও জেলায় বৃক্ষরোপণ উদ্বোধন করা হলো। পর্যায়ক্রমে ঠাকুরগাঁও জেলার ৫টি উপজেলা ও প্রত্যেকটি ওয়ার্ডে বৃক্ষরোপণ করা হবে।
আরএ