সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ফরিদপুরের বিলমামুদপুর এলাকার কলাবাগানে এক নারীকে ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সবুজ মিয়াকে ৭ বছর পর গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার ( ১৪ ই জুলাই) দুপুরে র্যাব-১০ এর ফরিদপুর কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার এম শাইখ আকতার এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন।
সাজাপ্রাপ্ত আসামি সবুজ মিয়া (৩৬) জেলার সদর উপজেলার মামুদপুর গ্রামের বাবুল মিস্ত্রির ছেলে।
র্যাব-১০ ফরিদপুর কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার এম শাইখ আকতার জানান, ২০১৭ সালের ১২ ডিসেম্বর জেলার সদর উপজেলার গেরদা ইউনিয়নের বিলমামুদপুর গ্রামের একটি কলাবাগান থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করা হয়। অজ্ঞাত নারী চট্টগ্রামের নাসরিন বলে জানা যায়। নিহত নাসরিনের বোন সোনিয়ার অভিযোগে আরজু মল্লিককে গ্রেপ্তার করে পুলিশ। ধর্ষণ ও হত্যার ঘটনা তদন্তে প্রধান আসামি সবুজ মিয়া বিয়ের প্রলোভন দেখিয়ে ফরিদপুরে এনে দুই বন্ধু মেয়েটিকে ধর্ষণ করে। পুলিশের কাছে মেয়েটি ঘটনা বলে দিবে বললে তাকে হত্যা করে লাশ কলাবাগানে ফেলে পালিয়ে যায়।
এ ঘটনায় ২০১৭ সালের ২৩ ডিসেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইনে তাদেরকে আসামি করে মামলা দায়ের করা হয়। দীর্ঘ তদন্ত ও শুনানি শেষ ২০২৩ সালের ২৫ সেপ্টেম্বর আসামি সবুজ মিয়াকে ও আারজু মল্লিককে মত্যুদণ্ড দেয় আদালত। আরজু আটক থাকলেও সবুজ মিয়া দীর্ঘদিন পলাতক ছিল।
শনিবার (১৩ জুলাই) রাতে ঢাকার সূত্রাপুর থানার নারিন্দা কাচা বাজার এলাকায় অভিযান চালিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সবুজ মিয়াকে আটক করে র্যাব। সেখানে সে গাড়ির গ্যারেজে মিস্ত্রি পরিচয়ে আত্মগোপনে ছিল। এর আগেও সে বিভিন্ন জেলায় একাধিক বিয়ে করে ও নানা পেশায় আত্মগোপনে থাকে। রোববার আসামি সবুজ মিয়াকে স্থানীয় থানার মাধ্যমে কোর্টে পাঠানো হয়।
আরএ