সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ফেনী শহরের পশ্চিম রামপুর এলাকায় বিকাশের বিক্রয় প্রতিনিধিকে অস্ত্র ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ ১ লাখ ৪১ হাজার টাকা ও নম্বরবিহীন একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেলে জেলা পুলিশের কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ শাহাদাৎ হোসেন।
অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ শাহাদাৎ হোসেন বলেন, বুধবার (১০ জুলাই) ফাজি করপোরেশনের অধীনস্থ বিকাশ ডিস্ট্রিবিউশনের আবদুল আজিজ নামে এক সেলস অফিসার মোটরসাইকেল দিয়ে কর্মস্থল থেকে ফেনী পৌরসভার লুদ্দারপাড় হয়ে বালিগাঁও যাচ্ছিলেন। পথিমধ্যে পশ্চিম রামপুর কন্ট্রাক্টর বাড়ি সংলগ্ন এলাকায় পৌঁছালে সেখানে পূর্ব থেকে অবস্থান নেওয়া সিএনজি অটোরিকশায় মুখোশধারী একটি চক্র মোটরসাইকেলের গতিরোধ করেন। পরে মারধর করে অস্ত্রের মুখে জিম্মি করে তার কাছ থেকে ২ লাখ ৬০ হাজার টাকা ও মোবাইল ছিনতাই করে নিয়ে যায়।
তিনি আরও বলেন, গত কয়েকমাস ধরে এ ঘটনার মূল পরিকল্পনাকারী মো.সাব্বিরের নেতৃত্বে চক্রটি বিকাশকর্মী আবদুল আজিজকে অনুসরণ করে আসছিল। পূর্ব পরিকল্পনা অনুযায়ী ঘটনার দিন সকাল ৯টার দিকে সিলোনিয়া থেকে পূর্ব পরিচিত সিএনজি অটোরিকশা চালক ফয়েজ উল্ল্যাহ রাজিমের সঙ্গে পরামর্শ করে অন্য আসামি মাসুম, আরমান ও জাকিরকে সঙ্গে নিয়ে একটি নম্বরবিহীন সিএনজি নিয়ে ঘটনাস্থলে অপেক্ষা করে সাব্বির। সকাল ১০টার দিকে আবদুল আজিজ তার ব্যবহৃত মোটরসাইকেল যোগে ঘটনাস্থলে আসলে আসামিরা মুখোশ পড়ে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করেন। পরে মোটরসাইকেল থেকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিয়ে সঙ্গে থাকা টাকার ব্যাগ নিয়ে সিএনজিযোগে পালিয়ে যান তারা।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ঘটনা অবগত হওয়ার পর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল অভিযান শুরু করে। অভিযানে এ ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নগদ ১ লাখ ৪১ হাজার টাকা ও নম্বরবিহীন একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিরা এ ঘটনায় জড়িত থাকার কথা প্রাথমিকভাবে স্বীকার করেছে বলে জানান তিনি।
এ ঘটনায় বুধবার রাতে ফেনী মডেল থানায় বাদী হয়ে একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী আবদুল আজিজ।
গ্রেপ্তারকৃতরা হলেন- ঘটনার মূল পরিকল্পনাকারী বাগেরহাটেরর মোড়লগঞ্জের মৃত আল মামুনের ছেলে মো. সাব্বির হোসেন (২৪), একই উপজেলার সোহরাব হোসেনের ছেলে আবদুর রাজ্জাক (২২), ফেনী সদর উপজেলার ধর্মপুর এলাকার বাসিন্দা মৃত মো. বাবুর ছেলে ফয়েজ উল্লাহ রাজিম (১৯), লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ উপজেলার মৃত ইব্রাহিম খলিলের ছেলে মো. ইসলমাইল হোসেন মাছুম (২৪), দাগনভূঞার জায়লষ্কর ইউনিয়নের নুরুল আবছারের ছেলে মো. রেদোয়ান হোসেন হৃদয় (২১) এবং বালিগাঁও ইউনিয়নের হাবিবুর রহমানের ছেলে ওমর ফারুক আরমান (২১)।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অংপ্রু মারমাসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরএ