দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
গাজীপুরের কাশিমপুর এলাকায় চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি দেওয়ায় সন্ত্রাসীদের ভয়ে আতঙ্কিত হয়ে পড়েছে ২টি নিরীহ পরিবার । চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন শিশুসহ পুরো পরিবার। গত মঙ্গলবার এ ব্যাপারে প্রতিকার চেয়ে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার বরাবর আবেদন করেছেন ভুক্তভোগীরা।
পুলিশ কমিশনারের কাছে দেওয়া অভিযোগে বলা হয়, ২৮ জুলাই সন্ধ্যায় কাশিমপুরের এনায়েতপুর বাগানবাড়ি এলাকায় ভুক্তভোগী মোহাম্মদ আব্দুল মালেক ও আবুল হোসেন কথা বলছিলেন। এ সময় বিবাদী শরীফ, বাচ্চু মিয়া, নজরুলসহ অজ্ঞাত ৭/৮ জন সন্ত্রাসী তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এক পর্যায়ে তারা মারমুখী হয়ে পড়েন। বিবাদী শরীফ মালেকের কাছে ৭ লাখ টাকা দাবি করে। আগামী ২ সপ্তাহের মধ্যে টাকা অথবা জমি লিখে না দিলে ফের হামলা ও অপহরণ করে তুলে নিয়ে হত্যার হুমকি প্রদান করে। এ সময় আব্দুল মালেক ডাক-চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা চলে যায়। এ ব্যাপারে কাশিমপুর থানায় সাধারণ ডায়রি করতে গেলে অজ্ঞাত কারণে পুলিশ তাদের সাধারণ ডায়েরি নেয়নি। এরপর থেকে সন্ত্রাসীদের অব্যাহত হামলা ও প্রাণনাশের হুমকিতে আতঙ্কিত ভুক্তভোগী দুটি পরিবার। নিরাপত্তাহীনতার কারণে এরপর বাধ্য হয়ে ৯ জুলাই ভুক্তভোগী মোহাম্মদ আব্দুল মালেক গাজীপুর মহানগর পুলিশ কমিশনারের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে ভুক্তভোগী আব্দুল মালেক বলেন, এলাকার চিহ্নিত সন্ত্রাসী মান্নান মিয়া, তৈয়ব আলী আইয়ুব আলী গংদের প্রাণনাশের হুমকির প্রেক্ষিতে গত ১০ জানুয়ারি জীবনের নিরাপত্তার প্রয়োজনে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে পিটিশন মোকাদ্দমা দায়ের করেন। পিটিশন মামলায় সাক্ষী দেওয়ার কারণে বিগত ২১ জানুয়ারি সাক্ষী আবুল হোসেন এবং তানিয়ার বাড়িতে হামলা করে। হামলাকারীরা বহিরাগত অস্ত্রধারী ৬০-৭০ জন সন্ত্রাসী নিয়ে হামলা চালিয়ে একই পরিবারের সাতজনকে হত্যার চেষ্টা করে। এসময় তারা বাড়িতে ভাঙচুর ও নগদ টাকা পয়সাসহ মূল্যবান স্বর্ণ অলঙ্কার ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়। এ ব্যাপারে হামলার শিকার তানিয়া বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে হামলাকারীরা আমাদেরকে হয়রানির জন্য আদালতে একটি মিথ্যা মামলা দায়ের করে।
এ ব্যাপারে বিবাদী শরীফ বলেন, আমি কেমন লোক এলাকাবাসী তা জানে, আপনারা যাচাই করেন। অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নিবেন।
কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সানোয়ার জাহান বলেন, থানায় সাধারণ ডায়েরির জন্য গেলে তা নেওয়ার কথা। না নেওয়ার কোনো সুযোগ নেই।
আরএ