সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি যাত্রীবাহী মাইক্রোবাসে অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে মাইক্রোবাসের আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় মাইক্রোবাসে থাকা শিশুসহ ৫ জন আহত হয়েছে।
বুধবার (১০ জুলাই) সকালে মহাসড়কের মেঘনাঘাট টোলপ্লাজা এলাকায় চট্টগ্রামমুখী লেনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- লক্ষীপুরের রামগঞ্জ উপজেলার ফতেহপুর গ্রামের সৌদী প্রবাসী সিকান্দার আলী (৬০)-সহ তার পরিবারের আরও ৪ সদস্য।
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ওসি রেজাউল হক জানান বলেন, সকাল ১০টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামমুখী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে মেঘনা সেতুর টোল প্লাজার সামনের ডিভাইডারের সঙ্গে ধাক্কা লালে। এতে সঙ্গে সঙ্গে মাইক্রোবাসে আগুন ধরে যায়। পরে যাত্রীদের চিৎকারে টোল প্লাজার কর্তৃপক্ষ ও স্থানীয়রা মাইক্রোবাসটির জানালাগুলো ভেঙে শিশুসহ পাঁচজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়।
ওসি আরও বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে মাইক্রোবাসের আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনা তদন্ত করছে। ধারণা করা হচ্ছে ইঞ্চিন থেকে আগুন ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরএ