সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের পূর্ব চান্দেরচরে মাটি কাটা নিয়ে দ্বন্দের জের ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের টেটাযুদ্ধ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বুধবার (১০ জুলাই) সকাল থেকে দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের ৯ জন টেটাবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ২৫ রাউন্ড ফাকা গুলি ছুড়ে। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই ইউনিয়নের পূর্ব চান্দেরচর গ্রামের কামিজুদ্দিন কামু(৬০) ও একই এলাকার কালাইচান মাদব্বর (৫৫) সর্মথকদের মধ্যে ফসলি জমির মাটিকাটার টাকার ভাগবাটোয়ারা ও আধিপত্য নিয়ে বিরোধ চলছিলো। এরই জের ধরে বুধবার সকাল থেকে সংঘর্ষের জড়ায় দুই গ্রুপ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়ে ও গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ।
এ বিষয়ে সিরাজদিখান থানার ওসি মো.মুজাহিদুল ইসলাম জানান,ফসলি জমির মাটি কাটার টাকা ভাগবাটোয়ারা আর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মারামারি হয়েছে। এঘটনায় বেশ কয়েকজন টেটাবিদ্ধ আছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে ২৫ রাউন্ড গুলি ছুড়া হয়েছে।
এমএ