সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নয় দিন পর জামিনে মুক্তি পেয়েছেন জামালপুরের মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান রহমতুল্লাহ রিমু।
জামালপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এহসানুল হক মঙ্গলবার (৯ জুলাই) তাকে জামিন দেন। ৩টা ১৫ মিনিটে জেলা কারাগার থেকে বের হলে মাদারগঞ্জের শত শত মানুষ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
২০২০ সালের ২৫ এপ্রিল মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি বাজারে সন্ত্রাসী হামলায় আহত সার ব্যবসায়ী নওশের আলী একই সালের ৩ মে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ওই হত্যা মামলায় পুলিশের তৃতীয়বারের তদন্ত প্রতিবেদনে চেয়ারম্যান রিমুর নাম উঠে আসলে উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিন নিয়ে উপজেলা নির্বাচন করেন তিনি। নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তিনবারের চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলালকে বিপুল ভোটে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন। গত ৩০ জুন জামিনের মেয়াদ শেষে গত ১ জুলাই জামালপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন করলে বিচারক জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।
এরপর থেকে তার মুক্তির দাবিতে মাদারগঞ্জ উপজেলায় হরতাল, বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধসহ লাগাতার আন্দোলন করে আসছিলেন সর্বস্তরের জনতা।
তার সমর্থকদের দাবি, রিমুর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়েইে প্রতিপক্ষরা তাকে হয়রানি করে আসছে।
এফএইচ