সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
পিএসসির পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে গ্রেপ্তার সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে মাদারীপুরের ডাসা উপজেলা ছাত্রলীগ থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৯ জুলাই) উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক সৈয়দ অনিক হোসেনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
অব্যাহতি পত্রে উল্লেখ করা হয়েছে, ডাসার উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের নীতি ও নৈতিকতা পরিপন্থি কার্যকলাপের সঙ্গে লিপ্ত থাকায় সিয়ামকে ডাসার ছাত্রলীগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এর আগে সিয়ামকে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়। তিনি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পিএসসি চেয়ারম্যানের সাবেক গাড়িচালক আবেদ আলী ছেলে।
সোমবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পিএসসি চেয়ারম্যানের সাবেক গাড়িচালক আবেদ আলী ও তার ছেলে সিয়ামসহ ১৭ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এর মধ্যে আজ সিয়ামসহ ১০ জন আদালতের আদেশে কারাগারে প্রেরণ করা হয়।
সৈয়দ আবেদ আলীর গ্রামের বাড়ি মাদারীপুর জেলার ডাসার উপজেলায়। তার বিপুল বিত্তবৈভবের খবর ইতিমধ্যে সংবাদমাধ্যমে প্রকাশ পেয়েছে। ঢাকায় ও গ্রামে একাধিক বাড়ি, গরুর খামার ও সম্পদের তথ্য মিলেছে তারই ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমে।