সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ভোলার মেঘনায় ড্রেজার ডুবির ঘটনায় নিঁখোজ ২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) সকাল ৮ টার দুর্ঘটনাস্থল গাজীপুর চর থেকে বিআইডব্লিউটিএ ডুবিরি দল দুই শ্রমিকের লাশ উদ্ধার করে।
উদ্ধারকৃতরা হলেন, ড্রেজার মালিক নুরে আলম ও শ্রমিক আরিফ।
ভোলা নৌ পুলিশের ওসি বিদ্যুৎ কুমার বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মঙ্গলবার ২য় দিনর উদ্ধার অভিযান শুরু করার পর দুর্ঘটনা কবলিত ড্রেজারের কেবিন থেকে ২ শ্রমিকের লাশ উদ্ধার করা হয়। বাকিদের উদ্ধারে কাজ চলছে।
গত রোববার মেঘনার গাজীপুর চর এলাকায় বালু উত্তোলনের সময ৫ শ্রমিক নিয়ে ডুবে যায় একটি ড্রেজার। এরপর থেকে ড্রেজার মালিক নুরে আলম (৪০),সিয়াম (২২),আরিফ (২৫), হারুন (৪০) তানজিল নিখোজ ছিলো। তাদের বাড়ি সদর উপজেলার বিভিন্ন গ্রামে।
এ ঘটনায় ভোলা সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করে নিখোজদের স্বজনরা।
এমএ