সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বগুড়া গাবতলীতে স্বচ্ছ ও জবাবদিহি মূলক প্রশাসন গড়ার ঘোষণা দিয়েছেন বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের এমপি ডা. মোস্তফা আলম নান্নু ও উপজেলা চেয়ারম্যান কৃষিবিদ অরুণ কান্তি রায় সিটন।
সমন্বিত কণ্ঠে তারা বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে অনেকে জনগণের কল্যাণে কাজ করতে ভুলে যান। কিন্তু এবার আর আগের দিন থাকবে না। জনপ্রতিনিধিদের থেকে কাজ আদায় করে নিতে মানুষকে তাদের অধিকার নিয়ে কথা বলার আহ্বান জানান তারা।
তারা আরও বলেন, প্রধানমন্ত্রী তৃণমূলে বৈষম্যহীন উন্নয়ন বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ। সেখানে গাবতলীও সরকারের ইতিবাচক উন্নয়ন কর্মকাণ্ড থেকে বঞ্চিত হবে না।
সোমবার (৮ জুলাই) সকালে গাবতলী উপজেলা প্রশাসনের আয়োজনে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীসহ উপকারভোগীদের মাঝে অনুদানের চেক, নগদ অর্থ ও জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের মাধ্যমে নলকূপ বিতরণ অনুষ্ঠানে তারা এসব কথা বলেন।
গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বন্যার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি ডা. নান্নু আরও বলেন, একটা সময় ছিল যখন রাজনৈতিক নেতৃবৃন্দরা বিভিন্ন কাজে সাধারণ মানুষকে দীর্ঘ সময় অপেক্ষা করিয়ে রাখত, যা একদমই অনুচিত। নিজেদের সাধ্য অনুযায়ী জনগণের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে হবে। এখানে কে অভিমান করল বা রাগ করল তা দেখার প্রয়োজন নেই।
ইতিবাচক মানসিকতায় সকলকে উপজেলা সামগ্রিক উন্নয়নে কাজ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি সকলকে সময়ের কাজ সময়ে করার লক্ষ্যে তাগিদ দেন এমপি নান্নু।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদানকালে উপজেলা চেয়ারম্যান অরুণ কান্তি রায় আরও বলেন, সুদীর্ঘ বছর গাবতলীবাসী বর্তমান সরকারের ইতিবাচক উন্নয়নমূলক কর্মকাণ্ড থেকে নানা কারণে বঞ্চিত হয়েছেন। কিন্তু বর্তমানে আর সেই সুযোগ নেই, সরকারের প্রতিটি বরাদ্দ সুষ্ঠুভাবে তৃণমূলে পৌঁছে যাবে। যা তিনি নিজেই নিশ্চিত করবেন। জনগণের হকের জিনিস কেউ যদি লুটপাটের চেষ্টা করেন তা তিনি কখনোই বরদাস্ত করবেন না। এ সময় তিনি সকলের সম্মিলিত অংশগ্রহণে আদর্শ একটি উপজেলা হিসেবে গাবতলীকে গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত ১৩ জনকে ৫০ হাজার টাকা করে ৬ লাখ ৫০ হাজার টাকা চেক, এমপির ঐচ্ছিক তহবিল থেকে ১৪ জনকে নগদ ১ লাখ ১১ হাজার টাকা এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে উপকার ভোগীদের মাঝে ১৫টি নলকূপ বিতরণ করা হয়। যদিও পর্যায়ক্রমে মোট ২৮৬টি নলকূপ বিতরণ করা হবে উপকারভোগীদের মাঝে।
এ সময় আরও উপস্থিত ছিলেন- উপজেলার ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দিলু, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার সুমি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাঈম হোসেন, উপজেলা জনসাস্থ্য প্রকৌশলী আলমগীর হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিনা পারভীন প্রমুখ।
আরএ