সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ভারতে ভালো বেতনের প্রলোভন দেখিয়ে পাচারের সময় ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে তিন ধর্ষিতা নারীকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮ জুলাই) উপজেলার ভারতীয় সীমান্তবর্তী গ্রাম নেপা থেকে তাদেরকে উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশপুর থানার ওসি মাহবুবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে সোমবার বিকেলে নেপা গ্রামের লালন মিয়ার বাড়ি থেকে ৩ নারীকে উদ্বার করা হয়। উদ্বারকৃত নারীরা আমাদের জানান, তারা গাজীপুরের একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে কর্মরত ছিলেন। মহেশপুর উপজেলার সলেমানপুর গ্রামের আব্দুল গনির ছেলে সুজনও একই গার্মেন্টসে কাজ করতেন। সে সুবাদে সুজন ভারতে তাদের ভালো বেতনের চাকরির লোভ দেখিয়ে সলেমানপুর গ্রামে ইব্রাহীম হোসেনের ছেলে কদম আলীর বাড়িতে নিয়ে আসেন। পরে তাদের বাঘাডাঙ্গা গ্রামের ফজলুর রহমানের ছেলে হৃদয়, সলেমানপুর গ্রামের গোলাম নবীর ছেলে আব্দুস সোবাহান ও বাঘাডাঙ্গা গ্রামের মফিজের হাতে তুলে দেয়। এই তিনজন তাদের ভারতে পাচারের দায়িত্ব নেয়। ওই নারীদের অভিযোগ গত ৪ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত তাদের বিভিন্ন বাড়িতে আটকে রেখে পাচারকারি চক্র তাদের একাধিকবার ধর্ষণ করে।
ওসি আরও বলেন, মহেশপুর ৫৮ বিজিবির পক্ষ থেকে সোমবার বিকেলে থানায় একটি এজাহার দাখিল করা হয়েছে। ওই তিন নারীকে ধর্ষণ করা হয়েছে বলে তারা জানিয়েছেন। তাদেরকে ডাক্তারি পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধর্ষকসহ পাচারকারিদের গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান চলছে।
আরএ