সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বাগেরহাটে নকল ব্যান্ড রোল ব্যবহার করে সোনালী বিড়ি তৈরি ও বাজরজাত করার অপরাধে মেসার্স নিপা বিড়ি নামের একটি প্রতিষ্ঠানকে এক লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (৮ জুলাই) দুপুরে জেলার মোল্লাহাট উপজেলার কুলিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা কালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান ওই জরিমানার আদেশ দেন।
এসময় ওই কোম্পানি থেকে ৬১ হাজার ৫৫০ পিস নকল বিড়ি জব্দ করা হয়। পরে বকল বিড়িগুলোকে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এদিকে বাগেরহাট সদর উপজেলার মুক্ষাইট এলাকায় ক্ষতিকর রং ও স্যাকারিন মিশিয়ে সম্পূর্ণ অনুমোদনহীন ভাবে পেপসি নামক আইসক্রিম তেরি, বাজারজাত ও মেয়াদ উত্তীর্ণ এর তারিখ ছাড়া আইসক্রিম বিক্রয় করার অপরাধে মো. হাসিবুর রহমান নামের এক ব্যবসায়ীকে দশ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারি পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, নকল ব্যান্ড রোল ব্যবহার করে সোনালী বিড়ি তৈরির করার অপরাধে মেসার্স নিপা বিড়িকে এক লক্ষ টাকা জরিমানা আরোপ করা হয়। পরে জব্দ করা ৬১ হাজার ৫৫০ পিচ নকল সোনালী বিড়ি ধ্বংস করা হয়। এছাড়া ক্ষতিকর রং ও স্যাকারিন মিশিয়ে আইসক্রিম তৈরির অপরাধে একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এমএ