সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে ‘বাংলা ব্লকেড’ এর অংশ হিসেবে খুলনা-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচী পালন করেছে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রোববার (৭ জুলাই) বেলা ১২ টায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরাল থেকে বিক্ষোভ শুরু করেন ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে। এসময় তারা মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে সড়ক ব্লক করে দেন। টানা দুই ঘন্টার অবরোধে তীব্র যানজটের সৃষ্টি হয় মহাসড়কে।
বিক্ষোভে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা, ‘কোটা প্রথায় নিয়োগ পেলে, দূর্নীতি বাড়ে প্রশাসনে’, ‘দেশটা নয় পাকিস্তান, কোটার হোক অবসান’, ‘বঙ্গবন্ধুর বাংলায়, কোটা প্রথার ঠাই নাই’, ‘মুক্তিযুদ্ধের বাংলায় কোটার ঠাই নাই’, ‘১৮র পরিপত্র পূনর্বহাল করতে হবে’সহ নানা স্লোগান দেন।
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, ৭১এ দেশ স্বাধীন হয়েছে বৈষম্য থেকে জাতিকে মুক্ত করার জন্য। কিন্তু বর্তমানে কোটা প্রথা বহাল রাখায় সেই বৈষম্যই রয়ে গেছে। তাই আজ একযোগে সারা দেশের শিক্ষার্থীদের বাংলা ব্লকেডের অংশ হিসেবে আমরা আন্দোলনে নেমেছি।
এমএ