সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
গাইবান্ধা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি পালন করেছেন। বুধবার (৩ জুলাই) গাইবান্ধার তুলশীঘাট পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করেন তারা।
স্মার্ট ও টেকসই বিদ্যুৎ ব্যবস্থা বিনির্মাণে আরইবি-পিবিএস একীভূতকরণসহ অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন, পল্লী বিদ্যুৎ সমিতিগুলোতে বেতন বৈষম্য, অভিন্ন চাকরিবিধি এবং চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন। এসময় তারা বিভিন্ন দাবি সম্বলিত ব্যানার ফ্যাস্টুন ও স্লোগান দেন।
কাম ম্যাসেঞ্জার মেহেদী হাসানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- সমিতির এজিএম নাজির হোসেন, বিলিং সহকারী চম্পা মুখার্জি, লাইন ম্যান ধীর মোহন বর্মন, পাপুল মিয়া প্রমুখ।
আন্দোলনকারীরা বলেন, গুণগতমানহীন মালামাল ক্রয় করে গ্রাহক ভোগান্তি বৃদ্ধি করার প্রতিবাদে ও স্মার্ট-টেকসই বাংলাদেশ বিনির্মাণে বিআরইবি-পিবিএস একীভূতকরণসহ অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন ও সকল চুক্তিভিত্তিক অনিয়মিত কর্মচারীদের চাকরিতে নিয়মিত করণ না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি চলবে।
আরএ