সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
প্রথম দফার বন্যার রেশ কাটতে না কাটতেই বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে সুনামগঞ্জে আবারও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২ জুলাই) সকাল ৬টায় সুরমা নদীর পানি সুনামগঞ্জ শহরের ষোলঘর পয়েন্ট বিপৎসীমার ৩০সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
রাস্তাঘাট তলিয়ে গিয়ে আবারও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে সুনামগঞ্জ সদর, জামালগঞ্জ, বিশ্বম্ভরপুর, তাহিরপুর, মধ্যনগর, ছাতক উপজেলার নিম্নাঞ্চলে। পানিবন্দী হয়ে আছেন লাখো মানুষ। সুরমা নদীর তীরবর্তী সুনামগঞ্জ শহরের নবীনগর, ষোলঘর, লঞ্চঘাট, আরপিননগর, সাহেববাড়িঘাট, বড়পাড়া, মল্লিকপুর এলাকার রাস্তাঘাট ও অনেকের বাসাবাড়িতে পানি উঠেছে।
এদিকে, পাহাড়ি ঢলের পানিতে দুদিন ধরে সুনামগঞ্জ-তাহিরপুর সড়ক তলিয়ে আছে। এতে এই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। বন্যা কবলিত অনেক মানুষ এখনও বাড়ি ফিরতে পারেননি। জেলার ২০০টি আশ্রয়কেন্দ্রে সাড়ে ৯ শত মানুষ অবস্থান করছেন।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, সুনামগঞ্জ ও ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টি হওয়ার কারণে সুরমা ও যাদুকাটা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আরও একদিন মাঝারী ও ভারি বৃষ্টিপাত হওয়ার সম্ভবনা আছে। এতে নদীর পানি বৃদ্ধি পেয়ে স্বল্প মেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
আরএ