সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
খাগড়াছড়িতে মোটরসাইকেল দুর্ঘটনায় মো: আইয়ুব মনছুর(২৪) নামের এক পর্যটক নিহত হয়েছে। এসময় আরও এক পর্যটক আহত হয়। সোমবার (২৪ জুন) দুপরে জেলা সদরের গুগড়াছড়ি নামক এলাকায় এ ঘটনা ঘটে। মনছুর ফেনী জেলা সদর লস্করহাট দক্ষিণ সাহাপুর গ্রামের মো. আলম এর ছেলে।
জানা যায়, সাজেক ভ্রমণ শেষে মনছুর অপর সফরসঙ্গী নাইম হোসেনসহ (২৫) মোটরসাইকেলযোগে রাঙ্গামাটির উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে খাগড়াছড়ির গুগরাছড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।
খাগড়াছড়ি সদর থানার ওসি মো. তানভীর হাসান জানান, হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করে। আহত অপর পর্যটককে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সেও ফেনী জেলার বাসিন্দা।
নিহত যুবক কোরআনে হাফেজ ও ফেনীতে একটি মসজিদে দায়িত্বরত বলে জানা গেছে।
এফএইচ