সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগ তৈরি করেছিলেন মানুষের অধিকার ও স্বাধিকারের কথা বলার জন্য। তিনি আওয়ামী লীগ তৈরি করেছিলেন বাংলার মানুষের মুক্তির লড়াই করার জন্য। সেভাবেই তিনি তার রাজনীতি এগিয়ে নিয়ে গেছেন।
সোমবার (২৪ জুন) দুপুরে আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্লাটিনাম জয়ন্তী উদযাপন উপলক্ষে কসবা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, জিয়াউর রহমানের মৃত্যুর পর বিএনপি ৩/৪ ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল। ষড়যন্ত্র ও রাজনৈতিক নির্যাতন করেও আওয়ামী লীগকে বিভক্ত করতে পারে নাই। আওয়ামী লীগের তৃণমূলের কর্মীদের কোনো সরকারই কোনোভাবে দমিয়ে রাখতে পারে নাই।
তিনি বলেন, আমরা দেখেছি ১৯৭৫ এর ১৫ আগস্টের সেই কালো রাত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করার পরেও আওয়ামী লীগকে দমিয়ে রাখতে পারে নাই।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর আদর্শ হচ্ছে জনগনকে সেবা করা। বঙ্গবন্ধুর আদর্শ হচ্ছে মানুষের পাশে থাকা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে কেউ ধুলিস্যাত করার চেষ্টা করলে সকলে মিলে শক্ত হাতে প্রতিরোধ করবো। আমাদের প্রতিরোধের ভাষা হবে জনগণের পাশে থাকা। তিনি সকলকে আওয়ামী লীগের আদর্শে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি কসবা পৌর মেয়র গোলাম হাক্কানীর সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রুস্তুম খার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ছাইদুর রহমান স্বপন, সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাওসার জীবন, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি কাজী মো. আজহারুল ইসলাম, রুহুল আমিন বকুল, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম সোহাগ প্রমুখ।
এসময় বীর মুক্তিযোদ্ধাগণ, দলীয় সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
আরএ