সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ জুন) সকালে তার বাড়ির পাশের একটি আমবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের নাম হযরত আলী (২৫)। তিনি নাচোল পৌর এলাকার শ্রীরামপুর গ্রামের মো. নিজামুল হক লেবুর ছেলে।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, স্কুলছাত্র তাজেমুল হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে পলাতক জীবন যাপন করছিলেন হযরত আলী। এরই মধ্যে বুধবার তিনি বাড়িতে আসেন। এরপর রাতেই আবার বাড়ি থেকে বেরিয়ে যান আলী। পরে বৃহস্পতিবার সকালে একই এলাকার একটি আম বাগানে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার জানান, গাছের ডালে কাপড়ের কিছু অংশ ও হযরত আলীর গলায় কাপড় বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, ২০২০ সালে স্কুলছাত্র তাজেমুল হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে পলাতক ছিলেন হযরত আলী।
আরএ