সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
যুদ্ধাপরাধের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর ৮ বছর পলাতক থাকা নড়াইলের মো. রুহুল কুদ্দুস খানকে (৭৩) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৯ জুন) দুপুরে যশোর সদরের ঝুমঝুমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশের অ্যান্টিটেররিজম ইউনিট।
আটক মো. রুহুল কুদ্দুস খান ওরফে কুদ্দুস খান ওরফে গোলাম কুদ্দুস নড়াইল সদরের পেড়লী গ্রামের মৃত এম ভি আসাদুজ্জামানের ছেলে।
এন্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার কানিজ ফাতেমা বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ২০১৬ সালের ২১ মার্চ ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল-১ আদালতে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইবুন্যাল) আইন ১৯৭৩ এর ৩ ধারায় এর মামলায় মো. রুহুল কুদ্দুস খানের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। পরে তার অনুপস্থিতিতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৯ জুন) দুপুরে দিকে যশোর সদরে বিশেষ অভিযান পরিচালনা করে ঝুমঝুমপুর বিসিক শিল্পনগরী এলাকা থেকে রুহুল কুদ্দুস খানকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত অভিযুক্ত রুহুলকে আদালতের মাধ্যমে নড়াইল জেলা কারাগরে পাঠানো হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়ায় দ্রুত ঢাকায় পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
আরএ