সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় বাঘাইহাটে পাহাড়ের দুই আঞ্চলিক দলের গোলাগুলিতে নিহত মো. নাঈমের হত্যাকারীদের গ্রেপ্তার, শাস্তি ও ঠ্যাঙাড়ে বাহিনী ভেঙে দেওয়ার দাবিতে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি নামক একটি সংগঠন।
সংগঠনের সদস্য ও উজো বাজার কমিটির সহ-সভাপতি বাবুধন চাকমা প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (১৮ জুন) বিকেলে সাজেকের উজো বাজারে অনুষ্ঠিত এক সমাবেশ থেকে কমিটির সদস্য সচিব ও সাজেক ইউনিয়ন কার্বারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি নামে একটি সংগঠন গঠন ও বুধবার (১৯ জুন) কালো ব্যাজ ধারণ, শোক সমাবেশ ও বিক্ষোভ মিছিলের ঘোষণা দেন।
নতুন জয় বলেন, আজ ঠ্যাঙাড়েদের নির্বিচার গুলিতে শান্তি পরিবহনের হেলপার মো. নাঈম নিহত ও বেশ কয়েকজন পাহাড়ি ও বাঙালি আহত হয়েছেন। তিনি অবিলম্বে খুনীদের গ্রেপ্তার জানিয়ে বলেন, গত ৭ জুন থেকে ঠ্যাঙাড়েরা বাঘাইহাটে সশস্ত্রভাবে অবস্থান ও জনগণের ওপর জুলুম করলেও তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
নতুন জয় চাকমা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
উল্লেখ্য, মঙ্গলবার (১৮ জুন) বিকেলে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট বাজারে পাহাড়ের আঞ্চলিক দুই সশস্ত্র সংগঠন ইউপিডিএফ (গণতান্ত্রিক) এবং ইউপিডিএফ (প্রসীত) দলের মধ্যে গোলাগুলিতে স্থানীয় শান্তি পরিবহনের সুপারভাইজার মো. নাঈম (৩৫) গুলিবিদ্ধ হয়ে মারা যান।
আরএ