সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
মানিকগঞ্জ সদর উপজেলার জাগীরে ধলেশ্বরী ব্রিজের নিচ থেকে শহিদুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি সিরাজগঞ্জ সদরের আবুল হোসেনের ছেলে। কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের হিসাব রক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
সোমবার (১৭ জুন) সকাল ৭টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়, সকালে ৯৯৯ এ ফোন পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এসময় তার মুখ ও চোখে জখমের চিহ্ন দেখা গেছে।
জানা যায়- নিহত শহিদুল ইসলামের স্ত্রী ও দুই কন্যা সন্তান মানিকগঞ্জ পৌরসভার গঙ্গাধরপট্টি এলাকায় থাকতেন। গতকাল রাতে তিনি ঈদের ছুটিতে কাশিমপুর কারাগার থেকে মানিকগঞ্জে আসছিলেন। রাত ১১টার দিকে পরিবারের সঙ্গে তার শেষ কথা হয়। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। নির্ধারিত সময়ে বাড়ি না ফেরায় তার পরিবারের সদস্যরা সকালে থানায় সাধারণ ডায়েরি করতে আসেন। পরে উদ্ধারকৃত মরদেহের ছবি দেখে স্বজনরা শহিদুলকে চিহ্নিত করেন।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিল হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি ছিনতাইকারীদের কবলে পড়তে পারেন। তবে, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে।
কে