সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
শেরপুরের ঝিনাইগাতি এলাকায় একটি পুরাতন কার্টুন বোঝাই ট্রাকে আগুন লাগার ঘটনায় ওই সড়কে প্রায় ২ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
জানা গেছে, বুধবার (১২ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে শেরপুর-ঝিনাইগাতে সড়কের কাঁটাখালী ব্রিজের কাছে ঝিনাইগাতী থেকে ঢাকাগামী একটি পুরাতন কার্টুন বোঝাই ট্রাকে হঠাৎ করেই আগুন লেগে যায়। এই দৃশ্য দেখে অন্যান্য যানবাহনের চালকরা ট্রাক ড্রাইভারকে সংকেত দিলে ট্রাক থামায়। পরে স্থানীয়রা প্রাথমিকভাবে আগুন নিভানোর চেষ্টা করে।
এরপর শেরপুর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে আগুন নিয়ন্ত্রণের সময় শেরপুর ঝিনাইগাতী সড়কে যানজটের সৃষ্টি হয়। এতে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
ফায়ার সার্ভিস বিভাগ সূত্রে জানা গেছে, ট্রাকের ওপরে বসে থাকা কারো সিগারেটের আগুন থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে। তবে এতে খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি। আগুন লাগার পর ট্রাক চালক ও হেলপার কাউকে পাওয়া যায়নি।
স্থানীয়রা জানায়, আগুন লাগার ঘটনায় তারা আতঙ্কিত হয়ে ট্রাক ছেড়ে অন্যত্র চলে যায়।
আরএ