সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নোয়াখালীতে ৯০০ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে নতুন ঘর হস্তান্তরের কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।
মঙ্গলবার (১১ জুন) দুপুরে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে জরাজীর্ণ ব্যারাককে একক গৃহ হিসাবে প্রতিস্থাপন করে ৫ম পর্যায়ে ২য় ধাপে নোয়াখালী সদর, কবিরহাট ও সুবর্ণচর উপজেলার নবনির্মিত এ ৯০০টি ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন।
এ উপলক্ষে নোয়াখালী সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় প্রধানমন্ত্রীর পক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে নতুন ঘরের দলিল হস্তান্তর করেন অতিরিক্ত জেলা প্রশাসক মিল্টন রায় ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আঁখি নূরজাহান নিলা। উল্লেখ্য, ইতোমধ্যে নোয়াখালীর ৯ উপজেলায় ৫ হাজার ৪৩৮টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রীর বিশেষ উপহারের জমিসহ নতুন ঘর হস্তান্তর করা হয়েছে।