সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
জয়পুরহাটের গরুর ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী রায়হান নামে এক মাছ ব্যাবসায়ী নিহত হয়েছেন ও মবিদুল নামে একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (১০ জুন ) সাড়ে ৮ টার দিকে জয়পুরহাট বাসস্ট্যান্ড হারাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রায়হান (৪৭) সদর উপজেলার রাংতা এলাকার শুকুর আলী মন্ডলের ছেলে। আহত মুবিদুল একই এলাকার কাদোয়া গ্রামের চান মিয়ার ছেলে।
স্থানীয়রা ও পুলিশ জানান, মোটরসাইকেল আরোহী রায়হান তার অসুস্থ স্ত্রীকে হাসপাতাল থেকে দেখে যাবার পথে রাস্তা সংস্কারের ইটের খোয়া রাস্তার ধারে ছিটানো ছিল। তার উপর মোটরসাইকেল স্লিপ করে পড়ে যায়। এ সময় পেছন থেকে ট্রাক এসে তার মাথার উপর চাপা দিয়ে ট্রাকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে করলে পরে উত্তেজিত জনতা ট্রাকটি কিছুদুর গিয়ে আটক করে, পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে ট্রাকটি আটক করেন। ড্রাইভার হেল্পার পালিয়ে গেছেন।
জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির বলেন, এ ঘটনায় ট্রাকটি আটক করা হয়েছে। ড্রাইভার হেলপার পলাতক রয়েছে।
এম