সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত হওয়া পটুয়াখালী সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ের হাসি হাসলেন নতুন তিন মুখ।
রোববার (৯ জুন) অনুষ্ঠিত পটুয়াখালী সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন ঘোড়া প্রতীকের প্রার্থী ও জেলা যুবলীগের পদবঞ্চিত সাবেক যুবলীগ নেতা মো. রেজাউল করিম সোয়েব। তিনি ভোট পেয়েছেন ৩২,৬২৭।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমান মনির পেয়েছেন ২২,১৬৪ ভোট।
এ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মাইক প্রতীকের প্রার্থী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাসান শিকদার ১৮,৬৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টিউবওয়েল প্রতীকের প্রার্থী পৌর আওয়ামী লীগ নেতা চিন্ময় বণিক সুমন পেয়েছেন ১৭,৬০৮ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোসা. কামরুন নাহার শিমুল প্রজাপতি প্রতীক নিয়ে ৩৫,৬২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোসা. নাসিমা আক্তার ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ২৯,২২৩ ভোট।
পটুয়াখালী সদর উপজেলায় ১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়নের ৯৭টি কেন্দ্রের ৭০৩টি ভোট কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সদর উপজেলায় মোট ২,৯৫,১৪৬ ভোটের মধ্যে শতকরা ৩২ শতাংশ ভোটার ভোট দিয়েছে বলে রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার নিশ্চিত করেছেন।
আরএ