দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে বেসরকারিভাবে জয়ী হয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা বায়জিদ আহমেদ খান। দোয়াত-কলম প্রতীক নিয়ে বায়জিদ আহমেদ খান ভোট পেয়েছেন ৫৩ হাজার ৭৬৫ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য রিয়াজ উদ্দিন আহমেদ আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৪৯ হাজার ৬৭৮ ভোট ভোট। রোববার (৯ জুন) রাতে মঠবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনের রির্টানিং অফিসার মাধবী রায় এ ফলাফল ঘোষনা করেন।
এছাড়া চেয়ারম্যান পদে অন্যান্য প্রার্থী মো. আবু মোতালেব মোটর সাইকেল প্রতীক নিয়ে পেয়েছে ২ হাজার ৫৩১ ভোট, মো. মনীর হোসেন সোহেল ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছে ৫৭৭ ভোট, মো. মাহাবুবুর রহমান হেলিকপ্টার প্রতীক নিয়ে পেয়েছেন ৮১৭ ভোট এবং মো. রফিকউল্লাহ কাপ-পিরিচ প্রতীক নিয়ে পেয়েছে ১ হাজার ৩৮৯ভোট।
অপর দিকে ভাইস-চেয়ারম্যান পদে মো. আরিফুর রহমান টিউবওয়েল প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন এবং মহিলা ভাইস-চেয়ারম্যান পদে তাহেরুন নেছা কলস প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, মঠবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন মোট ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।
গত ২৯ মে তৃতীয় ধাপ উপজেলা পরিষদ নির্বাচনে মঠবাড়িয়া উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ঘূর্ণিঝড় রেমালের কারনে তা স্থগিত করা হয়, যা ৯ জুন অনুষ্ঠিত হয়। মঠবাড়িয়া উপজেলায় ১টি পৌরসভা ১১টি ইউনিয়নের ৮৮টি ভোট কেন্দ্রে মোট ভোটার ছিলো ২ লাখ ২৬ হাজার ২২০ জন।
এম