সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নতুন অর্থ বছরের (২০২৪-২৫) প্রস্তাবিত ‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকারের বাজেটকে স্বাগত জানিয়ে বগুড়ায় আনন্দ মিছিল করেছে জেলা আওয়ামী লীগ।
বৃহস্পতিবার (৬ জুন) বাজেট ঘোষণার পর সন্ধ্যায় শহরের সাতমাথায় মুজিবমঞ্চ থেকে এই মিছিল শুরু হয়ে শহরের থানা মোড় এলাকা প্রদক্ষিণ করে আবারও মুজিবমঞ্চে এসে শেষ হয়।
জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এই আনন্দ মিছিলে অংশ নেন। এই সময় তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে প্রস্তাবিত বাজটকে গণমুখী দাবি করে নানারকম স্লোগান দিতে থাকেন।
আনন্দ মিছিলে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রদীপ কুমার রায়, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন নবাব, শাহাদাত আলম ঝুনু, আইন সম্পাদক অ্যাডভোকেট তবিবুর রহমান তবি, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল রাজী জুয়েল, মহিলা বিষয়ক সম্পাদক নাসরিন রহমান সীমা, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান মিন্টু, সময় বিষয়ক সম্পাদক রুহুল মুমিন তারিক প্রমুখ।
আরএ