সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ভোলার দুটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে মনপুরা উপজেলায় মো. জাকির হোসেন, চরফ্যাশন উপজেলায় জয়নাল আবেদীন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
বুধবার (৫ জুন) রাতে রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হুসাইন বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।
মনপুরা উপজেলায় মো. জাকির হোসেন আনারস প্রতীকে ২১ হাজার ৪০৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহরিয়ার চৌধুরী দীপক মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ১৫ হাজার ৮৭৩ ভোট।
এদিকে, চরফ্যাশন উপজেলায় মো. জয়নাল আবেদীন মোটরসাইকেল প্রতীকে ৬৮ হাজার ৩৫ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ফিরোজ ঘোড়া প্রতীকে পেয়েছেন ১০ হাজার ৯৮৫ ভোট।
জেলা রির্টারিং কর্মকর্তা মো. আলমগীর হোসেন বলেন, মনপুরা উপজেলায় ৬০ শতাংশ এবং চরফ্যাশন উপজেলায় ২১ শতাংশ ভোট কাস্ট হয়েছে।
আরএ