সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের শেষ ধাপে খুলনার তিনটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়। বুধবার (৫ জুন) রাতে খুলনা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা নির্বাচন কমিশনের পক্ষ থেকে বেসরকারিভাবে এসব ফলাফল পাওয়া গেছে।
তথ্য অনুযায়ী, দাকোপ উপজেলায় আওয়ামী লীগ নেতা আবুল হোসেন ৩৭ হাজার ৩২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সাইফুল ইসলাম পেয়েছেন ১৮ হাজার ২৬১ ভোট। এছাড়া ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কিশোর কুমার রায় ও মহিলা ভাইস চেয়ারম্যান হয়েছেন ফাতেমা আক্তার।
এদিকে, বটিয়াঘাটা উপজেলায় সাবেক ছাত্রদল নেতা মো. মোতাহার হোসেন ৩৩ হাজার ৭৮৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের নেতা শ্রীমন্ত অধিকারী পেয়েছেন ৩৩ হাজার ৫৪ ভোট। উপজেলায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তুহিন রায় ও মহিলা ভাইস চেয়ারম্যান হয়েছেন রুনা লায়লা।
অপরদিকে, রূপসা উপজেলায় এস এম হাবিবুর রহমান ২৫ হাজার ৭৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সরদার ফেরদৌস আহম্মেদ পেয়েছেন ২৪ হাজার ৬৬ ভোট। এছাড়া ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. আব্দুল্লাহ যোবায়ের ও মহিলা ভাইস চেয়ারম্যান হয়েছেন শারমীন সুলতানা রুনা।
আরএ