সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
চুয়াডাঙ্গায় আবারও কয়েকদিন ধরে তাপমাত্রা অব্যহত রয়েছে। শুক্রবার (২৫ মে) চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা ৩ টার সময় রেকর্ড করা হয়েছে ৪০ ডিগ্রী সেলসিয়াস। শনিবার বিকাল ৩টায় চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১.৭ ডিগ্রি সেলসিয়াস বাতাসের আদ্রতা ৪২ শতাংশ।
তীব্র তাপদাহে রাস্তার পিচ গলে যাচ্ছে। সেই চুয়াডাঙ্গা জেলায় অধিকাংশ টিউবওয়েল পানির স্তর নিচে নেমে যাচ্ছে। ফলে টিউবয়েলে পানি উঠছে কম। যার কারণে চরম দুর্ভোগের শিকার হচ্ছে জনসাধারণ। মাঠের সবজি ক্ষেতগুলোর অবস্থা বেহাল দশা। আজকে সেচ দিলে দু-একদিনের ভিতরে তা শুকিয়ে যাচ্ছে। তীব্র তাপদহের কারণে হাসপাতালগুলোতে বাড়ছে ডায়রিয়া জনিত রোগ। সেই সাথে শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে।
তীব্র রোদের কারণে শ্রমিক, রিকশাচালক, দিনমজুর-ভ্যান চালকরা কাজ করতে না পেরে কিছুটা অলস সময় পার করছেন। একই সাথে তীব্র তাপপ্রবাহ বিপাকে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। মাঠের কৃষকেরা তীব্র তাপ প্রবাহে কাজ করতে হিমশিম খাচ্ছে।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রাকিবুল হাসান জানান, আজ সকাল ৯ টায় চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৪ দশমিক ৬ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আদ্রতা ছিল ৫৮ শতাংশ। দুপুর ১২ টায় চুয়াডাঙ্গা জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসে আদ্রতার ছিলো ৩৯ শতাংশ এবং বিকেল ৩ টার সময় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আদ্রতা ছিল ৪২ শতাংশ।
এম