সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
১৯ দিন পর আবারও তীব্র তাপপ্রবাহে পুড়ছে চুয়াডাঙ্গা। শুক্রবার (২৪ মে) বেলা ৩টায় জেলাটিতে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৪২ শতাংশ।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, টানা ১৯ দিন (৬ মে-২৩ মে) চুয়াডাঙ্গায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে
এর আগে, গত ৫ মে চুয়াডাঙ্গায় ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এরপর ধীরে ধীরে তাপমাত্রা কমতে শুরু করলেও ১৪ মে থেকে মৃদু তাপপ্রবাহ শুরু হয়। ১৮ ও ২০ মে এই দুদিন বাদে মৃদু থেকে মাঝারি ও সব শেষ আজ তীব্র তাপপ্রবাহ ধারণ করে।
এদিকে কয়েকদিন ধরে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে পড়েছেন সব শ্রেণির মানুষ। তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছেন খেটে খাওয়া মানুষেরা।
চুয়াডাঙ্গার আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা যায়, আগামীকাল থেকে তাপমাত্রা কমতে পারে। রোববার বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এফএইচ