সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
দীর্ঘ ১৫ বছর পর বাবা হতে যাচ্ছিলেন রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনের ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া। দুদিন পরই দেখতেন অনাগত সন্তানের মুখ। তবে স্বর্গীয় সে মুহূর্তের ছোঁয়া পেলেন না তিনি। নির্বাচনকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তার সমর্থকদের হামলায় নিহত হয়েছেন উপজেলা পরিষদ নির্বাচনে তালা প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া।
বুধবার (২২ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ইসমাইল হোসেন রাজিব সুমন মিয়ার মৃত্যু নিশ্চিত করেন।
এ ঘটনায় সন্দেহভাজন ২ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এছাড়া এ ঘটনায় রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।
নিহত সুমনের স্বজনরা জানায়, অনেক কাঠখড় পুড়িয়ে ১৫ বছর পর বাবা হচ্ছিলেন রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনের তালা প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া। আগামীকাল শুক্রবার অনাগত সন্তানের মুখ দেখার কথা রয়েছিল তার। স্ত্রী লিজা আক্তার ভর্তি রয়েছে রাজধানী ঢাকার শ্যামলী স্পেশালাইজড হাসপাতালে। এরই মধ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবিদ হাসান রুবেল ও তার সমর্থকদের হামলায় নিহত হয়েছেন সুমন মিয়া। অনাগত সন্তানের মুখ দেখা হলোনা তার। সন্তান জন্মের দুইদিন আগেই পৃথিবী ছাড়তে হয়েছে সুমন মিয়াকে। সন্তানের এমন মৃত্যুতে তাইতো বাবা নাসির উদ্দিন চেয়ারম্যানের এই আক্ষেপ।
তিনি বলেন, সে কলেজ জীবন থেকে ছাত্ররাজনীতি করে আসছে। সে মানুষকে ভালোবাসে, গরীব মানুষের কল্যাণে রাজনীতি করে সে। এই হত্যার যদি বিচার না হয় তাহলে সুশিক্ষিত ছেলেরা দেশের কল্যাণে কাজ করতে আসবে না। তারা সমাজ থেকে হারিয়ে যাবে।
নিহতের বাবা নাসির উদ্দিন আরও বলেন, নির্বাচনের শুরু থেকেই প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবিদ হাসান রুবেল বিভিন্ন সময় প্রার্থী ও সমর্থকদের হুমকি দিচ্ছিলেন। তিনি প্রধানমন্ত্রীর নিকট ছেলে হত্যার বিচার চান।
স্বজনরা আরও জানায়, তৃতীয় ধাপে নরসিংদীর রায়পুরা উপজেলা নির্বাচনকে সামনে রেখে বুধবার বেলা ১২টার দিকে চরাঞ্চল পাড়াতলী ইউনিয়নে গণসংযোগে যায় ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া। তাদের গাড়িবহর ইউনিয়নের মামদেরকান্দীতে পৌঁছালে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবিদ হাসান রুবেলের নেতৃত্বে সমর্থকরা হামলা চালায়। এতে সে আহত হয়ে দৌঁড়ে স্থানীয় বাঁশগাড়ি পুলিশ ফাঁড়িতে আশ্রয় নেয়। সন্ধ্যা ৬টায় তাকে উদ্ধার করে রায়পুরা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করে।
নিহত সুমন মিয়ার ঘাতকদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে গ্রামবাসী। তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে মূল ঘাতক রুবেলের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। অন্যথায় বৃহত্তর আন্দোলনের ঘোষণা দিয়েছেন।
বিকেলে রায়পুরার সেরাজনগর উচ্চ বিদ্যালয়ে নিহত সুমন মিয়ার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি রাজিউদ্দিন আহমেদ রাজুসহ রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ। জানাজায় রাজিউদ্দিন আহমেদ রাজু আগামী ৭২ ঘণ্টার মধ্যে ঘটনার মাস্টার মাইন্ড রুবেলসহ সব ঘাতকদের গ্রেপ্তারের দাবি জানান। পরে বাদ মাগরিব চরসুবুদ্ধি ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে, ভাইস চেয়ারম্যান সুমন মিয়া নিহতের ঘটনায় রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের ঢাকা অঞ্জলের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রায়পুরা উপজেলা নির্বাচনের রির্টানিং অফিসার মোহাম্মদ মোশারফ হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নির্বাচন স্থগিত হওয়ার খবর জানানো হয়।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন পলাশ বলেন, নিহতের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এখনও পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়নি। এ ঘটনায় কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে কিনা তা তদন্তের পর বলা যাবে।
আরএ