সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
খাগড়াছড়িতে যথাযোগ্য ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বৌদ্ধ পূর্ণিমা পালিত হচ্ছে। দিনব্যাপি কর্মসূচির মধ্যে দিয়ে বিকেলে খাগড়াছড়ির য়ংড বৌদ্ধ বিহার থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়। এতে বিভিন্ন বয়সের মানুষ অংশ নেয়। এসময় পুলিশ সুপার মুক্তা ধর, মং সার্কেল চীফ সাচিংপ্রু চৌধুরী প্রমুখ।
এর আগে সকাল থেকে বিহার বিহারে পঞ্চশীল গ্রহন, বুদ্ধ মূর্তি দান, অষ্ট পরিস্কার দান, সংঘদান ও বৌদ্ধ ভিক্ষুদের পিন্ড দান করা হয়। সমবেত প্রার্থনা করা হয়। সেখানে দেশ, জাতি তথা সকল প্রাণীর সুখ ও মঙ্গল কামনা করা হয়।
মহামতি গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বান লাভের কারণে দিনটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ।
এফএইচ