সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা পরিষদ নির্বাচনের এক চেয়ারম্যান প্রার্থী বিধি লঙ্ঘন করে প্রতীক বরাদ্দের আগেই তার ভাইয়ের বাড়িতে মৃত ব্যক্তির নামে দোয়া ও মিলাদের আয়োজন করে নির্বাচনি প্রচারণা করছেন বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১৬ মে) সকাল থেকে উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের গাববুনিয়া গ্রামে প্রার্থীর ছোট ভাই আল মামুন সরদারের বাড়িতে এ আয়োজন চলে। এতে প্রায় দুই হাজার মানুষ উপস্থিত হয়। ওই প্রার্থীর নাম মো. বাসেদ সরদার।
তিনি আসন্ন রাঙ্গাবালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী। অভিযোগ রয়েছে প্রার্থী নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে সুকৌশলে মৃত ব্যক্তির নামে দোয়া ও মিলাদের আয়োজন করে জনসমাগম ঘটায়। এদিকে অভিযোগ পেয়ে সকাল ১১টায় ঘটনাস্থলে যান রাঙ্গাবালী উপজেলা নির্বাহি কর্মকর্তা। এসময় আইন শৃঙ্খলা বিঘ্নিত ঘটার শঙ্কায় এই অনুষ্ঠান বন্ধ করে আসেন তিনি। অভিযোগ রয়েছে ইউএনও চলে আসার পর আবার অনুষ্ঠান চলমান থাকে।
জানা গেছে, প্রশাসনের চোখ ফাঁকি দিতে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী বাসেদ সরদারের ফুফাতো ভাই হিমেল মাহমুদের বাবা-মায়ের নামে দোয়া মিলাদের আয়োজন করা হয়। সেখানে প্রায় দুই হাজার মানুষের দুপুরের খাবারের আয়োজন করা হয়। এরআগে এধরনের অনুষ্ঠানে এত মানুষের সমাগম ছিল না। সু-কৌশলে প্রার্থী তার নির্বাচনি প্রচারণা চালাচ্ছে। ইউএনও’র যাওয়ার খবর পেয়ে অনুষ্ঠানস্থল থেকে সটকে পরেন প্রার্থী বাসেদ সরদার।
স্থানীয় বাসিন্দা মো. নিয়ামুল ও আবুবকর হাওলাদার জানান, গত বুধবার আমাদের সবাইকে হেটে হেটে দাওয়াত দিয়ে জান তাদের নির্বাচনি প্রচারণা ও দোয়ার আয়োজন করা হবে। এলাকার সকল মটর সাইকেল ড্রাইবারদেরও দাওয়াত করেন প্রত্যেক স্টেশনে এসে। এরা কৌশল করে নির্বাচনি প্ররোচণা চালাচ্ছে।
রাঙ্গাবালী থেকে বড়বাইশদিয়া যাবার পথে মোসলেম সিকদারের সঙ্গে কথা হলে তিনি বলেন, দাওয়াত পাইছি বাসেদ সরদার টাকা দাখিল করে আসছে এখন মিলাদ অনুষ্ঠান করবে আমরা সেখানে যাচ্ছি।
অভিযোগের বিষয়ে মন্তব্য জানতে চেয়ারম্যান প্রার্থী মো. বাসেদ সরদারের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।
উপজেলা নির্বাহি কর্মকর্তা মিজানুর রহমান বলেন, আমাদের যাওয়ার খবর পেয়ে দোয়া মিলাদ অনুষ্ঠান থেকে প্রার্থী সটকে পড়ে। সে চলে যাওয়ার ফলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারি নাই। এই বিষয়টি জেলা রিটার্নিং কর্মকর্তাকে অবগত করেছি।
অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মিজানুর রহমান খান বলেন, অভিযোগের বিষয়ে জানতে প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হবে।
উল্লেখ্য, চতুর্থ ধাপের ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে রাঙ্গাবালীতে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছে ৪ জন। আগামী ২০ মে প্রতীক বরাদ্দ দেয়া হবে। এরপর ভোটগ্রহণ হবে ৫ জুন।
এফএইচ