সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
কুমিল্লা মহানগরীতে খাদ্য প্রস্তুতকারী একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর। বুধবার (১৫ মে) নগরীর গর্জনখোলা এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানটি পরিচালনা করেন কুমিল্লা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক আছাদুল ইসলাম।
তিনি বলেন, মেসার্স জাকির ফুড প্রোডাক্টস নামে একটি প্রতিষ্ঠানে অনুমোদন ব্যতীত বিভিন্ন প্রকারের শিশুখাদ্য যেমন–চানাচুর, চিপস, মুড়ি, মটরভাজা প্রস্তুত করছে। প্রস্তুতকৃত এসব খাদ্যের মধ্যে দুটি পণ্যের অনুমোদন থাকলেও অধিকাংশই অনুমোদনহীন। অবৈধভাবে প্রস্তুত করা হচ্ছে। এতে অনুমোদনহীন রং ব্যবহার করা হচ্ছে। মোড়কের গায়ে নেই উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ।
আছাদুল ইসলাম আরও বলেন, প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়ে ৮০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অনুমোদনহীন রং জব্দ করে ধ্বংস করা হয়। জনস্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
আরএ