সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
মুন্সীগঞ্জের শ্রীনগরে উপজেলা নির্বাচনে টাকা বিতরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। গত সোমবার (১৩ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ষোলঘর ইউনিয়ন পরিষদের সামনে টাকা বিতরণের ঘটনাটি ঘটে বলে জানা গেছে।
ভিডিওটিতে দেখা যায় শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ দিপু মিয়া একটি ব্যাগের ভেতর থেকে টাকার বাল্ডিল বের করে বিতরণ করছেন। বেশ কয়েকজন সে টাকা গ্রহণ করছেন। অন্ধকার এলাকায় মোবাইলের আলো জ্বালিয়ে টাকা বিতরণ করা হচ্ছিল।
স্থানীয়রা জানান, দিপু উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাহাবুউল্লাহ কিসমত (দোয়াত কলম প্রতীক) এর সমর্থক।
ষোলঘর ইউনিয়ন শ্রমিকলীগ নেতা সাইদুল মুন্সী জানান, প্রতীক পাওয়ার পর রাতের বেলায় ষোলঘর ইউনিয়ন পরিষদের সামনে দোয়াত-কলম কর্মী সমর্থক দিপু মিয়া ব্যাগ ভর্তি টাকা নিয়ে ভোটারদের সঙ্গে ভোটার আইডি কার্ড নিয়ে ৩১ জন ভোটারের মাঝে টাকা বিতরণ করেন। এসময় আমার প্রতিবেশী জনি টাকার বিতরণের দৃশ্য মোবাইলে ভিডিও ধারণ করলে কিসমতের কর্মী সমর্থকরা তাকে মারধর করে।
তবে, দিপু বিষয়টি অস্বীকার করে বলেন, আমি আমার ধান কাটা ও মাটি কাটা শ্রমিকদের মধ্যে তাদের মজুরি বিতরণ করছিলাম। নির্বাচনে আমি কোনো চেয়ারম্যান প্রার্থীর সমর্থক নই। আমি একজন ভাইস-চেয়ারম্যান প্রার্থীর সমর্থক।
এ বিষয়ে একাধিকবার চেয়ারম্যান প্রার্থী মাহাবুউল্লাহ কিসমতকে (দোয়াত কলম প্রতীক) ফোন করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। তাকে মেসেজ করা হলেও তিনি কোনো উত্তর দেননি।
তবে, আরেক উপজেলা চেয়ারম্যান প্রার্থী মশিউর রহমান মামুন বলেন, শুনতে পাচ্ছি নির্বাচনে অনেক কালোটাকা ছড়ানো হচ্ছে। গতরাতে উনি (দিপু) টাকা বিতরণ করেছেন বলে শুনেছি। কিন্তু আমাদের কাছে কোন প্রমাণ না থাকায় অভিযোগ করতে পারছি না।
সহকারী রিটার্নিং অফিসার ও শ্রীনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফখর উদ্দীন শিকদার বলেন, কেউ অভিযোগ দিলে আমরা ব্যবস্থা নেব। এছাড়া হাতেনাতে ধরতে পারলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশাররফ হুসেইন বলেন, বিষয়টি আমাদের জানা ছিল না। খতিয়ে দেখে ব্যবস্থা নেব।
এফএইচ