সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নড়াইলে চিত্রা নদীতে গোসল করতে নেমে শেখ আলী রাজ (১০) নামে পঞ্চম শ্রেনীর ছাত্র নিখোঁজের একদিন পর লাশ ভেসে উঠেছে। বুধবার (১৫ মে) বিকেলে নিখোঁজ এলাকার পাশে লাশটি ভেসে ওঠে।
রাজ ওই এলাকার সাইফুর শেখের ছেলে এবং বরাশুলা সরকারি প্রথমিক বিদ্যালয়ের পঞ্চম শেণীর ছাত্র।
জানা গেছে, রাজসহ বন্ধুরা বিকেলে ফুটবল খেলে সন্ধ্যার দিকে বরাশুলা এলাকার চিত্রা নদীর রেল সেতুর নিচে গোসল করতে নামে। পানিতে ডুব দিয়ে আর উঠে আসেনি। বিষয়টি পরিবারের লোকজন জানতে পেরে নদীতে খোঁজাখুজি করে। পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খুলনা থেকে ডুবুরি দল এসে গভীর রাত পর্যন্তু উদ্ধার অভিযান চললেও সন্ধান মেলেনি। বুধবার বিকেলে নিখোঁজ এলাকার পাশে লাশটি ভেসে ওঠে।
নিহতের চাচা হাফিজুর রহমান বলেন, মঙ্গলবার রাত থেকে ডুবুরিরা উদ্ধার অভিযান চালালেও রাজকে খুঁজে পায়নি। বুধবার বিকেল লাশটি ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে।
নড়াইল ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আফসার উদ্দিন বলেন, গত মঙ্গলরাত রাতে খুলনা থেকে ডুবুরিরা এসে গভীর রাত পর্যন্তু উদ্ধার অভিযান চালালেও সন্ধান মেলেনি। বুধবার বিকেলে লাশটি ভেসে ওঠে। পরে স্থানীয়রা উদ্ধার করে বলেও জানান তিনি।
এফএইচ