সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ঘড়ির কাটা ঠিক ১২টা ৪০ মিনিট। এমন সময় মাঝ বয়সী কিছু ডাক চিৎকারে আশপাশের সবাই ছুটে গেল। জানা গেলো, সদ্য এসএসসি পাশ করা রিফাত মিয়া পানিতে ডুবে গেছেন।
রিফাত মিয়া এ বছর শেরপুর ভিক্টোরিয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। সে শেরপুর সদর উপজেলার দিঘার পাড় এলাকার আব্দুল হালিম সরকারের ছেলে।
রিফাত দুই দিন আগে তার বড় ভাই বকশীগঞ্জ থানার উপপরিদর্শক লাভলু মিয়ার বাসায় বেড়াতে আসেন। দুপুরের দিকে রিফাত তার মায়ের কাছে ভাইয়ের বাসার পাশেই বকশীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরের পুকুরে বন্ধুদের নিয়ে গোসল করার আবদার করেন। এক পর্যায়ে তীব্র গরমে সন্তানের স্বস্তির জন্য গোসল করার অনুমতি দেন রিফাতের মা।
এরপর ৩ বন্ধুকে নিয়ে গোসল করতে পুকুরে ডুব দিতেই পুকুরের গর্তে সে ডুবে যান। স্থানীয়রা ও ফায়ারসার্ভিস কর্মীরা রিফাতকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হন। পরে আনা হয় মাঝিদের। মাঝিরা পুকুরে মাছ ধরা জাল ফেললেও উদ্ধার করা সম্ভব হয়নি রিফাতকে।
পরে রিফাতকে না পাওয়ায় জামালপুর থেকে ডুবুরী দল এসে দুই ঘণ্টা পর পানির নিচ থেকে রিফাতের নিথর মরদেহ উদ্ধার করেন ডুবুরী মো. তারা মিয়া। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ তুহিনুল হক বলেন, অনেক চেষ্টা উদ্ধার করতে না পারলে জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরী দলের সহযোগিতায় ডুবে যাওয়ার দুই ঘণ্টা পর রিফাত মিয়াকে উদ্ধার করা হয়।
বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান জানান, পুকুরের পানিতে ডুবে শিক্ষার্থী রিফাতের মৃত্যুর ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।