সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নড়াইলে চিত্রা নদীতে গোসল করতে নেমে মো. রাজ শেখ (১০) নামে পঞ্চম শ্রেণির ছাত্র নিখোঁজ হয়েছে। মঙ্গলবার (১৪ মে) সন্ধ্যায় নড়াইল পৌরসভার বরাশুলা এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ রাজ শেখ ওই এলাকার সাইফুর শেখের ছেলে।
জানা গেছে, রাজসহ বন্ধুরা বিকেলে ফুটবল খেলে সন্ধ্যার দিকে বরাশুলা এলাকার চিত্রা নদীতে গোসল করতে নামে। পানিতে ডুব দিয়ে আর উঠে আসেনি। বিষয়টি পরিবারের লোকজন জানতে পেরে নদীতে খোঁজাখুজি করে। পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়। রাত ৯টা পর্যন্তু সন্ধান মেলেনি।
নড়াইল ফায়ার সার্ভিসের দায়িত্বরত সদস্য আমিনুর রহমান জানান, ফায়ার সার্ভিসের খুলনার উদ্ধারকারী ডুবুরি দলকে সংবাদ দেওয়া হয়েছে। নড়াইলে পৌঁছাতে রাত ১১টা বাজতে পারে। বুধবার সকাল থেকে উদ্ধার কাজ শুরু করবে।
এফএইচ