সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
পূর্ব বিরোধের জেরে ইয়াছিন (২৬) নামের এক যুবককে মারধরের পর ধারালো ব্লেড দিয়ে তাঁর পুরুষাঙ্গের অধিকাংশ কেটে ফেলার অভিযোগ উঠেছে।
শনিবার (১১ মে) মানিকগঞ্জের ফাঁড়ির চড় এলাকায় এঘটনা ঘটে। ভূক্তভোগী ইয়াছিন বর্তমানে মানিকগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ইয়াসিন মাহমুদ জেলার আটিগ্রাম ইউনিয়নের ফাড়ির চর এলাকার মো. ফজল হকের ছেলে।
ইয়াছিনের স্বজন ও স্থানীয়রা জানান, ভূক্তভোগী ইয়াছিন মাহমুদের সঙ্গে প্রতিবেশী মৃত সামছুল মল্লিকের ছেলে হাবু মল্লিক, আমান উল্লাহ, মোন্নাফ মল্লিক ও আমান উল্লাহর মেয়ে সুমাইয়ার (২২) বিভিন্ন বিষয় নিয়ে পূর্ব বিরোধ ছিল। বিরোধের জেরে একাধিকবার ইয়াছিনকে মারধরের হুমকি দিয়েছিলেন তারা। গত শনিবার ঢাকার ধামরাই উপজেলার কালামপুরে গ্রিলের কাজ শেষে রাতে বাড়ি ফিরছিলেন ইয়াছিন। রাত সাড়ে ৮টার দিকে তিনি মানিকগঞ্জ জেলার সদর থানার ফাঁড়ির চর এলাকার আলমের বাড়ির কাছের বাঁশ বাগানের কাছে পৌঁছালে হাবু মল্লিক, আমান উল্লাহ, মোন্নাফ মল্লিক ও সুমাইয়াসহ অজ্ঞাতনামা আরও ২-৩ জন বাঁশের লাঠি, কাঠের বাটাম, ধারালো দা ও ব্লেড নিয়ে ইয়াছিনের পথরোধ করেন। পরে জোর করে তারা ইয়াছিনকে বাঁশ বাগানের ভেতরে নিয়ে যান। একপর্যায়ে বাঁশের লাঠি ও কাঠের বাটাম দিয়ে ভূক্তভোগীকে এলোপাথাড়ি মারধর করা হয়। এছাড়া গলায় ধারালো দা ধরে হত্যার ভয় দেখিয়ে জোর করে পরনের লুঙ্গি খোলে ব্লেড দিয়ে পুরুষাঙ্গের অধিকাংশ কেটে ফেলা হয়। পরে ভূক্তভোগী দৌঁড়ে ঘটনাস্থলের অদূরে নিজের বাড়িতে চলে যান। পরিবারের সদস্য মারাত্মকভাবে আহত অবস্থায় তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে দুইদিন চিকিৎসা নেওয়ার পর মানিকগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এনে ভর্তি করা হয় ইয়াছিনকে।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন বলেন, এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
এফএইচ