সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বাগেরহাটের চিতলমারী উপজেলার হিজলা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ নাঈম খানের পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। চিতলমারী উপজেলা যুবলীগের আজবায়ক শেখ নজরুল ইসলাম ও যুগ্ন আহবায়ক এস.এম মাহতাবুজ্জামান স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এই স্থগিতাদেশ প্রদান করা হয়।
সোমবার (১৩ মে) দেওয়া ওই প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মোঃ নাঈম খানকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে সাধারণ সম্পাদকের পদ থেকে সাময়িকভাবে স্থগিত প্রদান করা হল এবং দলীয় সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হল। কেন স্থায়ীভাবে বহিস্কার করা হবে না আগামী ৭ দিনের মধ্যে সন্তোষজনক লিখিত ব্যাখ্যা প্রদান করতে নির্দেশ প্রদান করা হলো।
তবে স্থগিতাদেশ পাওয়া যুবলীগ নেতা মোঃ নাঈম খানের দাবি, চিতলমারী উপজেলা পরিষদ নির্বাচনে সংগঠনের যুগ্ন আহবায়ক এস এম মাহাতাবুজ্জামানের হয়ে কাজ না করার কারণে এই স্থগিতাদের প্রদান করা হয়েছে।
তিনি বলেন, চিতলমারী উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে যুবলীগের যুগ্ন আহবায়ক এস এম মাহাতাবুজ্জামানসহ তিনজন প্রার্থী নির্বাচন করছেন। নৈতিক কারণে এবারের নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী যুবলীগের সাবেক সভাপতি কাজী আজমীর আলীর উড়োজাহাজ প্রতীকের পক্ষে কাজ করছি।
এতে যুগ্ন আহবায়ক মাহাতাবুজ্জামান ক্ষিপ্ত হয়ে আমার পদ স্থগিত এবং শোকজ করেছেন। এটা ক্ষমতার অপব্যবহার। যুবলীগের জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে তদন্ত পূর্বক এই অন্যায়ের বিচার দাবি করেন তিনি।
এ বিষয়ে চিতলমারী উপজেলা যুবলীগের আহবায়ক শেখ নজরুল ইসলাম বলেন, নির্বাচন সংক্রান্ত কোন বিষয় না। মোঃ নাঈম খান দলীয় শৃঙ্খলা মানেন না। সম্প্রতি একটি নির্বাচনী সভায় আমাদের সামনেই তিনি মারামারি করেছেন, এই কারণেই তার পদ স্থহিত করা হয়েছে।
এ বিষয়ে কথা বলার জন্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক শেখ মাহাতাবুজ্জানকে একাধিকবার ফোন করা হলেও, তিনি ফোন রিসিভ করেননি।
এর আগে গেল ২২ এপ্রিল নির্বাচনকে কেন্দ্র করে ফকিরহাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শেখ ওয়াহিদুজ্জামান বাবুর নেতৃত্বাধীন উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির কার্যক্রম স্থগিত করেছিল জেলা কমিটি। তখনও আহবায়ক শেখ ওয়াহিদুজ্জামান বাবু দাবি করেছিলেণ নির্বাচনে অংশগ্রহনের অপরাধে তার কমিটি স্থগিত করা হয়েছে। সাধারণ কর্মীরাও তাই মনে করেন।
এম