সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় কিশোর শাহেদ হত্যা মামলায় একজনকে ৮ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৩ মে) দুপুরের দিকে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান এ আদেশ দেন।
সাজাপ্রাপ্ত আসামি ইব্রাহীম শেখ (১৭) আলফাডাঙ্গা উপজেলার চরডাঙ্গা গ্রামের আলম শেখের ছেলে। রায় ঘোষণার সময় ইব্রাহীম আদালতে উপস্থিত ছিল।
আদালত তাকে কিশোর উন্নয়ন কেন্দ্রের আটকাদেশ বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানামূলে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আলফাডাঙ্গা উপজেলার চরডাঙ্গা গ্রামের জসিম মোল্যার মেয়ের সঙ্গে প্রতিবেশী সৌদি প্রবাসী শেখ সাদির ছেলে শাহেদ শেখের কথা বলাকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হয়। ২০২২ সালের ৩০ জানুয়ারি দুপুরের দিকে শাহেদ বাড়ির পাশে মুদি দোকানের সামনে গেলে ওই মেয়ের পরিবারের লোকজন লোহার রড ও লাঠিসোঠা দিয়ে পিটিয়ে তাকে গুরুতর আহত করে। পরে স্থানীয় হাসপাতালে চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। এ ঘটনায় নিহতের খালু লিটন খান বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় একটি হত্যা মামলা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট স্বপন পাল বলেন, দীর্ঘ সাক্ষ্য ও শুনানি শেষে আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে ইব্রাহিম শেখকে আট বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত।
নিহতের মা শিল্পি বেগম অবশ্য এই রায়ে সন্তুষ্টি হননি। তিনি উচ্চ আদালতে আপিল করার কথা জানান।
আরএ