সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
কুরিয়ার সার্ভিসের ডেলিভারির ম্যান সেজে গাঁজা বিক্রির চেষ্টাকালে বরিশাল নগরীর বৈদ্যপাড়া এলাকা থেকে একজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আভিযানিক দল।
আটককৃত ব্যক্তির নাম মো. মিন্টু হাওলাদার (৪২)। তিনি আগৈলঝাড়া উপজেলার রত্নপুর গ্রামের মৃত আব্দুল মজিদ হাওলাদারের ছেলে।
সোমবার (১৩ মে) রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক এনায়েত হোসেন পরিচালিত অভিযানে আটক হন তিনি। পরে তাকে কোতোয়ালি মডেল থানায় উদ্ধারকৃত ৭ কেজি গাঁজাসহ হস্তান্তর করা হয়।
আভিযানিক দল সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ৯টায় নগরীর সিএন্ডবি পোল বৈদ্যপাড়া এলাকার সোমালয় নামের একটি ভবনের সামনে যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টিম।
এসময় মিন্টু হাওলাদার কাঁধে একটি ব্যাগ নিয়ে সেখানে উপস্থিত হয়। তাকে প্রথমে আটক করে জিজ্ঞাসাবাদকালে নিজেকে কুরিয়ার সার্ভিসের ডেলিভারি ম্যান হিসেবে পরিচয় দেয় এবং ক্রেতার কাছে পণ্য হস্তান্তর করতে এসেছে বলে জানান।
পরে তল্লাশি চালিয়ে ব্যাগে থাকা বিপুল পরিমাণ গাঁজাসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ ধারা মোতাবেক একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন আভিযানিক দল প্রধান এনায়েত হোসেন।
আরএ