সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নড়াইলের লোহাগড়া ফয়সাল (১৪) নামে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ফয়সাল উপজেলা সন্ধ্যা বাজার তেতুলিয়া এলাকার আহম্মদ হোসেনের ছেলে।
সোমবার (১৩ মে) রাত সাড়ে ৮টার দিকে লোহাগড়া পৌরসভার ৭নং ওয়ার্ডের ব্যবসায়ী কাসেম খানের বাড়ির সামনের সড়কের পাশ থেকে থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
পুলিশ জানায়, স্থানীয় লোকজন সড়কের পাশ থেকে ছুরিবিদ্ধ অবস্থায় কিশোরের লাশটি পড়ে থাকতে দেখে থানা পুলিশকে সংবাদ দেয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। নিহত কিশোর পেশায় এক ভ্যানচালক ছিলেন বলে জানা গেছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
আরএ