সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এবারের উপজেলা পরিষদ নির্বাচনে কাউকে দলীয় মনোনয়ন দেওয়া হয়নি। এমনকি দলীয়ভাবে সমর্থনও দেওয়া হয়নি। দলের সিদ্ধান্তে স্থানীয় এমপি ও মন্ত্রীরা অন্যায় কোনো হস্তক্ষেপ করতে পারবেন না।
সোমবার (১৩ মে) বিকেলে চাঁদপুর বড় স্টেশন মোলহেডে শহর সংরক্ষণ পুনর্বাসন প্রকল্পের আওতায় নদী তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
দীপু মনি বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা প্রায় সকলে একই আদর্শের। নির্বাচন শেষে সবাই একত্রিত হয়ে পুনরায় কাজ করবেন। তাই প্রার্থীরা কেউ যেন এমন কোনো কাজ না করেন যাতে বিভ্রান্তকর পরিস্থিতির সৃষ্টি হয়।
তিনি বলেন, প্রার্থীরা যেন একে অন্যের বিরুদ্ধে কোনো বিষোদগার না করেন। কোনো নেতাকর্মীকেও অন্যায়ভাবে চাপ প্রয়োগ করবেন না। আমরা চাই একটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হোক। আমি বিশ্বাস করি আগামী ২১ মে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে।
এসময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল খায়ের প্রমুখ।
আরএ