সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নাটোরে মোটরসাইকেল নিয়ে সড়ক পার হতে গিয়ে ট্রাকচাপায় মো. রিয়াদ হোসেন নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (১২ মে) দুপুরে ঢাকা-রাজশাহী মহাসড়কের নাটোর সদরের কান্দিভিটুয়া বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন, নাটোর সদর থানার ওসি মো. মিজানুর রহমান।
নিহত মো. রিয়াদ হোসেন (২৪) শহরের রামাইগাছি এলাকার মো. শরিফ হোসেনের ছেলে। তিনি নাটোর দিঘাপতিয়া এম.কে অনার্স কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয়দের বরাতে ওসি মিজানুর রহমান বলেন, রোববার দুপুরে মোটরসাইকেল নিয়ে সড়ক পার হতে গিয়ে দ্রুত গতিতে আসা একটি ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক রিয়াদ হোসেনের মৃত্যু হয়ে।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহটি উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়।
এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান, ওই পুলিশ কর্মকর্তা। ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে।
এক প্রশ্নের জবাবে ওসি বলেন, মোবাইলে কথা কথা বলার সময় মোটরসাইকেল চালাতে গিয়ে ট্রাকের নিচে চাপা পড়েছে নাকি কিভাবে পড়ছে সে তথ্য তদন্তের পরে জানান যাবে।
এম