সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
সরকার এবার দেশে দুই কোটি ২২ লাখ মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুস শহীদ।
সোমবার (২২ এপ্রিল) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের উত্তরসুর এলাকার হাইল হাওরে আয়োজিত বোরো ধান কাটা উৎসবে তিনি এ কথা জানান।
কৃষিমন্ত্রী বলেন, আমাদের দেশের উৎপাদিত চালের চাহিদার অর্ধেকেরও বেশি জোগান দেয় বোরো ধান। বোরো ধানের আবাদ বাড়াতে সরকার কৃষকদের ২১৫ কোটি টাকারও বেশি প্রণোদনা দিয়েছে। এবার দুই কোটি ২২ লাখ মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
তিনি বলেন, এখন বোরো ধান কাটার মৌসুম। হাওরসহ বিভিন্ন অঞ্চলে রোপণ করা ধানগুলো সঠিকভাবে ঘরে তুলতে পারলে আমাদের চালের আর ঘাটতি থাকবে না। হাওর অধ্যুষিত সাতটি জেলায় চার লাখ ৫৩ হাজার হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। ইতোমধ্যে গড়ে প্রায় ২০ শতাংশ ধান কাটা হয়ে গেছে। আমরা কোনো হাওরেই জমি খালি না রাখার চেষ্টা করছি। তাই শ্রীমঙ্গলের হাইল হাওরেও আমরা কোনো জমি খালি রাখবো না, যাতে বোরো চাষ করে আমরা যেন আরও বেশি চাল উৎপাদন করতে পারি।
ড. আব্দুস শহীদ বলেন, আগে বিঘাপ্রতি সাত থেকে সাড়ে সাত মণ ধান পাওয়া যেতো। এখন বিঘাপ্রতি ৩০ মণ ধান উৎপাদন করছেন কৃষকরা। তাই এখন পুরোনো জাতের ধানগুলো বাদ দিয়ে নতুন উদ্ভাবিত ধানের জাতগুলোর চাষ করতে হবে। এই উচ্চফলনশীল ধানগুলো চাষ করে আমরা যেন এগুলো বিদেশে রপ্তানি করতে পারি সে লক্ষ্যে এগিয়ে যেতে হবে।
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের আয়োজনে ও উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় আয়োজিত এ উৎসবে সভাপতিত্ব করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।
আরএ