সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
কক্সবাজারের রামুতে ডাকাতদলের হামলায় বাবা-ছেলে প্রাণ হারিয়েছেন। রোববার (২১ এপ্রিল) দিবাগত রাত ১ টার দিকে উপজেলার গর্জনিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের থোয়াইংগাকাটা ঘোনারপাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের ধারণা, গরু পাচারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে। এরপর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
নিহতরা হলেন- গর্জনিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের থোয়াইগ্যাকাটা এলাকার জাফর আলমের ছেলে মোহাম্মদ সেলিম (৩৩) ও মৃত নুরুল ইসলামের ছেলে জাফর আলম (৫২)। নিহত দু’জন সম্পর্কে বাবা-ছেলে বলে জানা গেছে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান জানান, ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাতেই কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।