সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
গাজীপুরের শ্রীপুর তালাবাদ্ধ ঘরের মেঝে থেকে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ। এসময় গৃহবধূর স্বামীর কোনো খোঁজ পাওয়া যায়নি।
রোববার (২১ এপ্রিল) সকাল ৯টায় উপজেলার গাজীপুর ইউনিয়নের নগরহাওলা গ্রামের বাবুল খানের ভাড়া বাসা থেকে ওই নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়।
নিহত আজিদা বেগম (৩৮) নেত্রকোনার কালমাকান্দা উপজেলার হাইলাটি গ্রামের মৃত রুমালির মেয়ে। নিহত আজিদা বেগম জৈনাবাজার একটি হোটেলে রাধুনীর কাজ করতেন। নিহতের স্বামী পলাতক।
জানা গেছে, সকালে তার বাড়ির চারপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। এরপর স্থানীয়রা পুলিশকে খবর দিলে তারা ঘরের তালা ভেঙে গলাকাটা নারী আজিদা বেগমের লাশ উদ্ধার করে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরএ