সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ভেতরে সঞ্চালন লাইনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৫ এপ্রিল) সকাল ৯টার দিকে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে আগুন লাগার পরপরই আম্বরখানা ফিডারের অধীনে দুটি লাইনে সরবরাহ বন্ধ হয়ে যায়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে দুপুর ১২টার পর গোলাপগঞ্জ, বিশ্বনাথ, বালাগঞ্জ ও ওসমানীনগর উপজেলা এবং কুমারগাঁও এলাকার বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, সকাল সোয়া ৯টায় কুমারগাঁও ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের পরিত্যক্ত এয়ার ফিল্টারে আগুন লাগে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের প্রধান প্রকৌশলী মো. আব্দুল কাদের জানান, ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট দেড় ঘণ্টায় চেষ্টায় পৌনে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
ডিপি/